বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ইয়াবাসহ তিন মামলার আসামি গ্রেপ্তার 

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে ইয়াবাসহ তিন মামলার আসামি গ্রেপ্তার 

রাজবাড়ীতে ১৫০ ইয়াবাসহ ৩ মামলার আসামি মো. নয়ন মণ্ডল(২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. নয়ন মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের মো. জয়েন মণ্ডলের ছেলে। গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মো. নয়ন মণ্ডলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।  

মাদক উদ্ধারের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে শুক্রবার (১ ডিসেম্বর) রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ